ঝড়ের দিনে...

প্রকাশ | ১৫ মে ২০২২, ০০:০০

বজলুর রশীদ
ঝড়ের দিনে ছোট্ট খোকা দেখছে আশপাশে, বনবনানী অভিসারে দুরন্ত বাতাসে।। কালবৈশাখীর ডাকাডাকি বজ্রস্বরে হাঁকে, ঝড় দুলে যায় এঁকে বেঁকে রংতুলিতে আঁকে; নিধুবনে রূপ দেখে তাই হাওয়াতে ঢেউ ভাসে। জ্যৈষ্ঠমাসে আমবাগানের দৃশ্য আঁকে খাতায়, ঝড়ের দিনে আম কুড়ানোর দৃশ্যটা মন মাতায়; স্বপ্ন-আশায় সদাই সাজে রং তুলিটা পাশে।।