দুখু নামের

প্রকাশ | ১৫ মে ২০২২, ০০:০০

আ শ ম বাবর আলী
দুখু নামের দুষ্টু ছেলের কষ্টে জীবন কাটে, ঘুরে বেড়ায় খেলা করে বাঁশি বাজায় মাঠে। সেই ছেলেটা দুষ্টু তবু আচার নীতি ভালো, অত্যাচারী দেখলে তারে করত যে মুখ কালো। অন্যায়কারী শোষকেরা শত্রম্ন ছিল তার, সর্বহারা বন্ধু ছিল সেই যে ছেলেটার। নজরুল নামে পরে চেনে সেই যে ছেলেটিকে, 'বিদ্রোহী কবি 'নামে খ্যাত সবার কথা লিখে।