শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃদ্ধ সাজে খোকা শিমুল হোসেন

নতুনধারা
  ১৫ মে ২০২২, ০০:০০

খোকার মাথায় চিন্তা এলো

বৃদ্ধ দাদুর কথা

তার যে জীবন কষ্টে কাটে

মনে করুণ ব্যথা।

ভাবলো দাদুর কষ্ট একটু

ভাগাভাগি করি,

তাইতো কালো চশমা চোখে

হাতে নিল ছড়ি।

ঝাপসা চোখে দেখছে না সে

ভাবটা এমন করে

রোগের বাসা দেহে যে তার

হাঁটছে ছড়ি ধরে।

ভাত-পানি সে চাই না খেতে

খক-খকিয়ে কাশে,

খোকার এমন দশা দেখে

দাদু অট্ট হাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে