দুরন্ত শৈশব

প্রকাশ | ১৫ মে ২০২২, ০০:০০

তানজিনা আঁখি
আসতো যদি হঠাৎ করে দিনগুলো ফের ফিরে কাটতো যখন সময় আমার খেলনাপাতি ঘিরে। খেলেতে যেতাম আবার আমি নদীর বালু চরে, বউ সাজিয়ে রঙিন পুতুল দিতাম স্বামীর ঘরে। আসতো যদি নতুন করে শৈশব আমার ফিরে, রঙিন ঘুড়ি উড়িয়ে দিতাম শান্ত নদীর তীরে। মাটি দিয়ে বানিয়ে নিতাম দেশ-গেরাম ও শহর, এমনি করে খেলায় মেতে কাটতো হাজার প্রহর। এলো ফিরে শৈশব আবার থাকতো না আর জ্বালা, সব দুখের ঘরে আমি লাগিয়ে দিতাম তালা।