ছাওই নদীর বাঁকে

প্রকাশ | ১৫ মে ২০২২, ০০:০০

ওলি মুন্সী
ধান আছে গোলা ভরা মান আছে বাবার মা ডাকে খেতে আয় দুধ মাখা খাবার মাছ আছে শাখ ডিম ঘৃত-দধি ডাল মাকে বলি আজ নয়, খেয়ে নেব কাল। ভাত খেয়ে দেই দৌড় খোঁজ করে মায় খেলা করে ঘুরে আসি রোজ পাড়া গাঁয় নাটাইয়ে সুতা ধরে ছেড়ে দেই ঘুড়ি তার সঙ্গে খাই ডাব চানাচুর মুড়ি। স্কুলে যাই রোজ আমি বই পড়ি বাড়ি ছুটি হলে মামা বাড়ি যেতে করি আড়ি নানু আর দাদি জানের মধু মাখা ডাকে পার হই রোজ আমি ছাও নদীর বাঁকে।