বিজয়ের চিত্র

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আবু সাইদ
ঝকঝকে জল ঝরে পাহাড়ের গাত্রে, চঁাদ হাসে সেই জলে পূণির্মা রাত্রে। সোনালু ফুলের মতো জোছনা রাঙায়, ঘুম যায় বুনোছায়া সবুজ ডাঙায়। ঝিকিমিকি বালুচরে লুটে পড়ে তারা রে- গড়াগড়ি খায় যেন মমতার ধারা রে। শিশির মোড়ানো গঁাও প্রায় নিস্তব্ধ, বাতাসের নীড়ে ভাসে টুপটাপ শব্দ। এই হলো বাংলার বিজয়ের চিত্র, এক পলকেই হবে তুমি তার মিত্র।