বিজয় হাসি

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শাফায়ত হোসেন
শিশির ভেজা সবুজ মাঠে সরষেক্ষেতের ফুলে, বিজয় হাসি হেসে সবাই রঙিন ডানায় দুলে। সবার কণ্ঠে গানে-গানে বিজয়ের সুর তুলে, স্বদেশ প্রেমে বীর বাঙালি হিংসা- বিদ্বেষ ভুলে। বিজয় মাসে চিঠি লিখে মুক্তিযোদ্ধার কাছে, খবর পেয়ে পাখপাখালি নৃত্য করে গাছে। বিজয় মাখা নূপুর পায়ে খোকা-খুকি নাচে, স্বাধীনতার চেতনা ঐ সবার বুকে আছে। মন ভোলানো বিজয় সুখে যাচ্ছে সবাই হেসে, সবুজ বুকে রং ধরেছে বিজয় আনার বেশে। খুশির ডানায় বিজয় হাসে নববধূর কেশে, বিজয় হাসির বইছে জোয়ার আমার বাংলাদেশে