ভোরের লাল সূযর্

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তানহিম আহমেদ
নয় মাসের যুদ্ধটা শেষে এসেছে সেই বিজয় পাখির ডাকে ভাঙ্গে যে ঘুম নতুন ভোরই হয়। সবুজ ঘাসে ছাপ ফেলে এগিয়ে চলে রাখাল সঙ্গে ছুটে প্রজাপতির দল সঙ্গে বিশাল পাল। উঠে ভোরের লাল সূযর্ নীল আকাশের পানে বলে যায় ফড়িং এসে প্রকৃতির কানে কানে। পাই যে আমি ধানের মধ্যে বিজয়ের ঐ ঘ্রাণ পাখির ডাকে নেচে ওঠে সব জুড়ায় যে প্রাণ। বিজয়ের মাসে সূযের্র সাথে বিজয় লেগে রয় এগিয়ে চলো দামালের দল নেই যে আর ভয়।