পৌষ এলে

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সোলায়মান আহমাদ
পৌষ এলে মেঘের পেছন সূযর্ লুকায় ঐ ফসল কাটা মাঠে পাখি খাদ্য পাবে কই? পিঁপড়ার দল গতের্ লুকায় শীত এসেছে বলে কাকতাড়ুয়ার বঁাধ খোলা হয় কাজ ফুরালো বলে ফসার্ রঙের কুহেলিকায় রাঙে প্রতি ভোর দেরি হলেও সূযর্ মামায় খুলে যে তার ডোর শুন্য মাঠে ধীরে ধীরে ওঠে সবুজ ঘাস পিঠার আমেজ ঘরে ঘরে এলে পৌষ মাস।