শীতের মাঠে

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আব্দুল্লাহ আল তুহিন
শীতের মাঠে প্রজাপতি সবুজ ঘাসে বসে আহা! সকালের পিঠাপুলি জমে খেজুরে রসে। পূবর্ কোণে সূযির্্য মামা একটু দেরি আসে শিশির কণা ঘাসের পাশে দোলে আর হাসে। চাষির মুখে হাসি থাকে খেতে ধান দেখে! শীত এলো সবাই যেন থাকে সুখে দুখে। পাখির সাথে খেলা করি গাই মধুর গান! শীতের মাঠে থাকি মজায় জুড়ায় আমার প্রাণ।