শীতসকাল

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ইবাদ মুহাম্মদ
শীতসকালে হিম কুয়াশা পড়ছে আমার গঁায়। এই কালেতে সকালবেলার সূযর্ দেখা দায়। কুয়াশাঘেরা শীতসকালে রোদের দেখা নেই। সুযর্টা তো ঠিক ওঠে ঐ পূবর্ দিগন্তেই। ঠাÐা হাওয়ায় শরীর কঁাপে আরও কঁাপে হাড়। পুকুর পানি ঠাÐা চরম ছেঁায়ার সাধ্য কার। শীতসকালে ঘাসের বুকে শিশির জমে বেশ। উষ্ণ রোদের খেঁাজ করে হয় আস্ত সকাল শেষ।