শীতের রীতি

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নুশরাত রুমু
মেঘের আড়ে সূযর্ লুকায় এসেছে পৌষ মাস ফসল কাটা শূন্য মাঠে উঠবে এবার ঘাস। পাখি করে কিচিরমিচির শস্যদানার খেঁাজে ঝগড়া নাকি মধুর আলাপ কেউ কিছু না বোঝে। পিঁপড়া সারি গতের্ গিয়ে জিড়িয়ে নেয় শীতে কাকতাড়ুয়ার কাজ ফুরালো খুলছে খুঁটির ফিতে। শুকনো পাতা হাওয়ার তোড়ে ঝরছে দিনে রাতে পানকৌড়ি তার ডুবসঁাতারে মাছ ধরাতে মাতে।