আসবে না আর ফিরে

প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ০০:০০

সুপান্থ মিজান
ফুল ঝরে যায় আবার ফোটে আবার সুবাস ছড়ায়, চাঁদ ডুবে যায় আবার ওঠে আলো আসে ধরায়। ভাটায় নদী যায় শুকিয়ে ফের জোয়ারে ভরায়, ব্যথায় ভাঙা বুকটাকে ফের বাঁচার আশায় নড়ায়। জাতির জনক সেই যে গেল আসলো না আর ফিরে তোমার সুবাস আজও আছে সোনার বাংলা ঘিরে। তোমার নামে দেয় স্স্নেস্নাগান লক্ষ কোটি সৈনিক, আগস্টে নয় আমরা তোমায় শ্রদ্ধা জানাই দৈনিক। জানি তুমি আসবে না আর সোনার বাংলা দেশে। সব হৃদয়ে ঠাঁই নিয়েছ তুমি অবশেষে