মুজিব মানেই

প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ০০:০০

পৃথ্বীশ চক্রবর্ত্তী
যার ডাকেতে একাত্তরে সকল পাতা পত্তরে লেগেছিল সবুজ ছোঁয়া বন-কাননের চত্বরে ফুলে ফুলে ভ্রমর ছিল আনন্দে খুব মত্তরে পাখির কণ্ঠে ছিল বাংলার বুলি ও সুর কত্তরে পূর্ব বাংলা ধরেছিল সবুজ এবং শ্যামল বেশ গর্ব করে বলি তো তাই- মানুষ, ফুল ও পাখি সদাই মুজিব মানেই মুক্তিযুদ্ধ রূপের বাংলাদেশ। যার ডাকেতে মিললো সবাই হায়েনাদের করল জবাই যুদ্ধ হলো শেষ; বাংলাদেশ আজ শান্ত স্বাধীন সুখে নাচি তা ধিন তা ধিন মনের মাঝে ফেরি করে আজও বিজয়রেশ; গর্ব করে বলি তো তাই মানুষ, ফুল ও পাখি সদাই মুজিব মানেই স্বাধীনতা সোনার বাংলাদেশ।