পথশিশুর শীত

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সাগর আহমেদ
শীত এসেছে ধুম পড়েছে শীতের কাপড় কেনার পথশিশু কঁাপছে শীতে নেই প্রয়োজন জানার তোমরা থাকো সুখের নীড়ে আরাম আয়েশ করে। পথশিশু ঘুমায় পথে রোদ ও বৃষ্টি ঝড়ে আকাশ সমান স্বপ্ন নিয়ে ঘুমায় ছেঁড়া কঁাথায় কিচিরমিচির পাখির ডাকে স্বপ্ন ভেঙে যায়। পথের পাশে মাঠের কোণে তাদের স্বপ্ন নীড় জীবন যুদ্ধে বেঁচে থাকে ওরাই হলো বীর