শীত

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

খায়রুল আলম রাজু
শিশির ভেজা মিষ্টি রোদে, দূবার্ঘাসের বুকে, তিড়িং-বিড়িং ফড়িং ছানা উড়ছে মনের সুখে, মৌমাছি আর ফুল-পরীরা, আজকে ভীষণ সুখি! সেই খুশিতে পুব আকাশে- সূযির্্যমামার উঁকি। উঁকির কারণ? বলতে বারণ : বিষয় তবে কিযে? শালিক-টিয়ে, ময়না-চড়ুই; ভাবতে পারো নিজে? ভাবতে হবে, ভাবতে হবে, এই যে সকালবেলা- ‘হঠাৎ কেনো’? নদীর তীরে এত্ত পাখির মেলা! কেন-ই বা-এই আমার দেশে, ভিন্ন দেশের পাখি! আমরা কি’ভাই ‘অতিথি’ নামে-এই পাখিকে ডাকি? তাই যদি হয়- ‘বিষয়-খানা’ করছি উপস্থিত- হিম কুয়াশা চাদর গায়ে, এই তো এলো শীত!