পাথুরে মাছ

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
সমুদ্রের তলদেশে থাকা নানা রকম পাথরের ভঁাজে নিজেকে নিপুণভাবে আড়ালে করে রাখার ক্ষেত্রে পারদশির্তা এবং পাথরের ছদ্মবেশ ধারণ করে সবার চোখকে ফঁাকি দেয়ার প্রবণতার কারণে এই প্রাণীটিকে ছদ্মবেশীদের গুরু বলে অনেকেই আখ্যায়িত করে থাকেন। এই প্রাণীর শরীরে ছড়ানো ছিটানো রয়েছে বিষাক্ত কঁাটা এবং এই বিষাক্ত কঁাটা হাঙ্গর ও অন্যান্য লুণ্ঠনকারী, অনিষ্টকারী প্রাণীর হাত থেকে তাকে রক্ষা করে। এই কঁাটার আঘাতে ভিকটিমের হৃৎপিÐের কাযর্ক্ষমতা লোপ পায় এবং শরীর দ্রæত নিস্তেজ হয়ে আসে। আক্রান্ত রোগীর চিকিৎসা বিলম্বিত হলে তাকে আর বঁাচানো যায় না। পাথুরে মাছ গ্রীষ্মমÐলীয় দক্ষিণাংশে বাস করে, কদাচিৎ ভারত মহাসাগর, লোহিত সাগর থেকে কুইন্সল্যান্ড পযর্ন্ত বিশাল শৈল প্রতিবন্ধকের শান্ত অগভীর পানিতে দেখা যায়।