অঁাকি

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

বাসুদেব খাস্তগীর
অঁাকি কত ফুল পাখি নদী নীড় বন রাখালিয়া বঁাশি আর আলোকিত ক্ষণ। আকাশের নীল রং পাখিদের বাসা ফসলের ক্ষেত অঁাকি ঘামে ভেজা চাষা। বঁাশঝাড় মেঠোপথ কৃষকের হাসি কিশোরের চোখে দেখা সুখ অবিনাশী। আদরের খোকা অঁাকি জননীর মুখ সাধারণ মানুষের অবারিত সুখ। মাঝিদের ভাটিয়ালী পাল তোলা নাও ফুলে ফলে ভরপুর স্মৃতিময় গঁাও। দোল দোল দোলনার শৈশব স্মৃতি সাম্যের জয়গান অঁাকি সম্প্রীতি। বাবা অঁাকি ভালোবেসে নিয়ে রংতুলি ইতিহাস, স্বাধীনতা সেই দিনগুলো। খেলাধুলা পাঠশালা চঁাদ তারা রাত উল্লাসে মেতে ওঠা কোটি কোটি হাত। রূপ দেখে মন হয় সুখে আনমনা ইচ্ছেতো অঁাকি দেশ, প্রতি ধূলিকতা।