বৃষ্টি হবে যেই

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

অপু চৌধুরী
মেঘের ওপর মেঘ উঠেছে কণর্ফুলির গঁায়ে যাসনে আমার বুকের মানিক নদীর ওপর নায়ে। নদীর বুকে নৃত্য করে নিত্য জলের ধারা বৃষ্টি এলেই যায় তলিয়ে সে সব জলের দ্বারা। শোনরে আমার বুকের মানিক বৃষ্টি হবে যেই ডুববে তখন নদীর কিনার হারিয়ে যাবে খেই। যাসনে আমার বুকের মানিক নদী তীরের গঁায়ে সন্তানের সব আগাম বিপদ বুঝতে পারে মায়ে।