গ্রাম-শহর

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

দিলরুবা পুষ্প
তোমরা হলে শহরবাসী, রিমোট নিয়ে খেলো; একটুখানি ছাদের ওপর হাওয়ায় ডানা মেলো? আমরা হলাম সবুজগঁায়ের সবুজলতার সাথী; মাঠের মায়ায়, গাছের ছায়ায় থাকি দিবস-রাতি। তোমরা দেখো রঙিন শহর, ঝিকিমিকি আলো; জোনাক পোকার মিটিমিটি লাগবে কি আর ভালো? আমরা দেখি চঁাদের আলো আকাশভরা তারা; ঝিঁঝিপোকার গানের সুরে হই যে মাতোয়ারা। নিত্যনতুন যান্ত্রিকতায় তোমরা থাক বিজি; একবার এসো আমার গঁায়ে হও যদি গো ইজি। শহরবাসী-আসবে কি গো আমার সবুজ-গ্রামে? পাখপাখালির ক‚জন শুনে সন্ধ্যা যেথায় নামে! শিক্ষাথীর্ গফরগঁাও সরকারি কলেজ ময়মনসিংহ