বষার্ এলে

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

শফিকুল ইসলাম শফিক
বষার্ এলে বারিধারা নাচের দুয়ার খোলে এলোমেলো বাতাসে মন একটুখানি দোলে। বষার্ এলে সূযির্মামা ঘুমায় মেঘের কো?লে বষার্ রানীর হাসিভরা চাউনি গালের টোলে। বষার্ এলে চমকে উঠি গুড়ুম গুড়ুম ঢোলে স্নান করে পাখি তবু খুশির ডামাডোলে। বষার্ এলে তপ্ত ভ‚মি সিক্ত করে তোলে সতেজ লাগে এই প্রকৃতি দুঃখ জরা ভুলে।