টোকাই
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
আজমাইন নিজাম
তোমরা যাকে বলছ টোকাই
করছ অবহেলা
তার চোখেও জীবন গড়ার
স্বপ্ন করে খেলা।
নেই বাড়িঘর, নাম-ঠিকানা
বাবা-মায়ের খোঁজ
পথে পথে ঘুরে বেড়ায়
পায় না খাবার রোজ।
কিন্তু সে ও মানুষ তবু
নেই পরিচয় তার
বুকের ভেতর কষ্ট নিয়ে
করছে হাহাকার।
\হ
টোকাই নামে শিশু যদি
যত্ন-আদর পায়
রত্ন হয়ে জ্বালতে পারে
আলোর রোশনাই।