শীত ও পথশিশু

প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৯, ০০:০০

কবির কাঞ্চন
ক্ষণে ক্ষণে শীতের ছেঁায়া হাড় কঁাপিয়ে যায় রঙবেরঙের মোটা পোশাক সব মানুষের গায়। শীতের দিনে বিত্তশালী লেপ তোষকে রয় পথশিশু পথের মাঝেই কত্তো জ্বালা সয়। এই সমাজে নিঃস্ব যারা তাদের খবর নিই তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিই।