হেমন্তের উঁকি
প্রকাশ | ২০ নভেম্বর ২০২২, ০০:০০
মো. হাসু কবির
সবুজ ধানের শীষ হলদে বরণ
পুবাল বাতাসে দোল যখন তখন
কৃষকের মুখে হাসি মাঠে পাকা ধান
হাসির ঝিলিক মুখে তরতাজা প্রাণ
কৃষাণীর ব্যস্ততা বেড়ে গেছে বেশ
উঠোন লেপার কাজে দেখি তার রেশ
গোলা তৈরিতে কৃষক উৎসুক ভারী
ধান কাটার কাস্তে রেডি বাড়ি বাড়ি
পাখিদের ছোটাছুটি পাকা ধান পেয়ে
পোকাদের ব্যস্ততা ধান যায় খেয়ে
হিমেল হাওয়া বয় বিহান বেলায়
শিশির বিন্দু পড়ে গাছের পাতায়
হেমন্তের উঁকি প্রকৃতির মাঝে
ব্যস্ত হবে কৃষক মাঠেরও কাজে।