হালুম হালুম
প্রকাশ | ২০ নভেম্বর ২০২২, ০০:০০
এম এ রহমান
হালুম হালুম করছে খোকা
যেন বনের বাঘ
এই না দেখে বিড়াল ছানার
উঠল ভীষণ রাগ।
মিউ মিউ করে দৌড়ে এসে
খোকার উপর ঝাপে
খোকন সোনা ভয় পেয়ে যায়
ভয়ে ভীষণ কাঁপে।
কান্না দেখে মায়ে বলে
এতো বাঘের মাসি
হালুম হালুম ভয় পায় নাকি?
লজ্জায় মরি ছি ছি!