গল্প
ল্যামপোস্টের বাতিএখনো প্রায় কয়েকটি গ্রাম উড়ে যেতে হবে তাকে। শহরের নিকটবর্তী মস্ত রঙিন দালানের সম্মুখেই সেই ল্যামপোস্টটা। সেখানেই তার আবাসস্থল। প্রতিদিনের ন্যায় আজও উড়ে যাচ্ছে তার গৃহে, কিন্তু আজকের যাওয়াটা অন্য দিনের থেকে আলাদা। সারা দিন বহু মাঠ-ঘাট-রাস্তা- বাজার পাড়ি দিয়ে এসেছে সে। তবুও তার মুখে ক্লান্তির ছাপটুকুও নেই। মনে মনে সে ভাবে, অন্তত এই টুকুন কষ্টের বিনিময়ও যদি ফিরে পাওয়া যায়। তাহলেই তো সফলতা।