শীত বুড়ি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

মাসুম হাসান খান
হিম হিম পরশেÑ রোদ জ্বলে শিশিরে, ঝরা ফুল তুলে খুকি ধিনা ধিন নাচেরে, সষেের্ত লাগে দোলাÑ প্রজাপতি করে খেলা, কুয়াশার ফঁাকে ফঁাকে জোনাকির ছুটে চলা, শীত বুড়ি লাগে গঁাওÑ রসে ভেজা পিঠা খাও, আলু-সীম, ফুলকপি মাচাতে কচি লাউ, লেপ মুড়ি দিয়ে ঘুমÑ আলসেমির পড়ে ধুম, কানটুপি চাদরেÑ উষ্ণতার দেয় চুম।।