শীতের ছড়া

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

সোহেল আহসান
ঠকঠক কঁাপুনিতে শীত এলো দেশে শিশিরের হিম কুঁড়ি এলো ভেসে ভেসে। সোনালি ঊষার আলো আমাদের দোরে রাত শেষে পাখি ডাকে আগামীর সুরে। হিম বুড়ি এলো বুঝি সাথে নিয়ে কঁাপ উত্তুরে বাতাসের সে কী উত্তাপ। ফসলের মাঠজুড়ে কুয়াশার নদী সকালের শাক-পাতা ভিজে নিরবধি। ভিজে যায় অনায়াসে কিশোরীর পাও ভিজে যায় ফুল পাতা কৃষাণীর গঁাও। রোদ ভিজে নিজে নিজে, ভিজে গৃহধার উঠোনে ছড়ানো ধান ভিজে একাকার। জানালার শিক ভিজে শিশিরের তাপে সেই কথা সকালের রুদ্দুরে ছাপে।