ছোট্টকালের কথা

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. আরিফ হোসেন
ছোট্টকালের কথাগুলো পড়ছে মনে খুব, খেলা শেষে দীঘির মাঝে দিতাম সবে ডুব। কত্ত রকম খেলা করে লাগতো মনে সুখ, সহপাঠীর দেখা পেলে থাকতো নাতো দুখ । এ পাড়া আর ও পাড়াতে যেতাম প্রতিদিন, চতুদিের্ক নিত্য যেন বাজতো খুশির বীণ । আম্মু শুধু বকাবকি করত ঘরে রোজ, কোথায় ছিলাম সারাটা দিন নিতো সদা খেঁাজ ।