শীতের হাওয়া

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

মজনু মিয়া
শীতের হাওয়া ভীষণ কঠিন জ্বালা ধরায় বুকে ঠান্ডা-সর্দি লেগেই থাকে অসুখে-বিসুখে। শিশু-কিশোর বুড়া-বুড়ি খোকাখুকি যারা এ সময়ে জ্বর সর্দিতে ভোগে বেশি তারা। পথের শিশু পথের মানুষ অধিক কাতর শীতে ব্যাঘাত ঘটায় ঘুমেও তাদের শুইতে গেলে নিদে। হিম শীতল হাওয়া এসে হায়! কাঁপন ধরায় গায়ে আগলে রাখে ছোটদের যতন করে মায়ে। বাবা-মা'কে সজাগ থাকতে হবে বেশি বেশি খোকাখুকির পরমবন্ধু বাবা-মা হয় খুশি।