সঁাতার শেখা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো মানুষের জীবন চলে না। কিন্তু এই পানি দেখে আবার অনেক ভয়ও করে। সঁাতার কাটতে আমার খুব ইচ্ছে করে। তাই সঁাতার কাটা শেখার ইচ্ছার কথা বাবা-মাকে বলায় তারা আমাকে সুইমিং পুলে নিয়ে যান। প্রথম দিন অবশ্য অনেক ভয় করছিল। হঁাটু পানিতে নামতেই মনে হলো যে এই বুঝি ডুবে যাবো। তবে কিছুুদিন পর আমি দেখলাম যে, আমার ভয় কেটে যাচ্ছে এবং নিয়মিত অনুশীলনের পর এখন আমি সঁাতার কাটতে পারি যদিও অনেক দূর যেতে পারি না। তবে আমার বিশ্বাস একদিন সঁাতার কেটে আমি অনেক দূরে যেতে পারব। এ থেকে আমার মনে হয়েছে, কেউ যদি কোনো কিছু ইচ্ছা করে এবং সেটার জন্য চেষ্টা করে তাহলে যে কোনো কাজেই সফল হতে পারবে। তাইজিন নাজলী, স্ট্যান্ডাডর্ ২য় বষর্ (বুলবুল) বিআইএসসি, নিঝর্র, ঢাকা সেনানিবাস