সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অভয়ারণ্য সুন্দরবন হাট্টি মা টিম টিম ডেস্ক অভয়ারণ্য বলতে বোঝানো হয়, এমন বন বা বনের এমন অংশকে, যেখানে গাছপালা ও পশুপাখিদের মানুষের হাত থেকে নিরাপত্তা দেয়া হয়। মানে, ওই বনে বা বনের ওই অংশে অনুমতি ছাড়া শিকার করা কিংবা গাছ কাটা নিষেধ। এমনকি ওখানে যাতায়াত করাও নিষেধ। তোমাকে যেতে হলে বন বিভাগের অনুমতি নিয়ে যেতে হবে। এর মাধ্যমে বন থেকে অতিরিক্ত শিকার করা, অতিরিক্ত গাছ কাটাÑ এগুলো বন্ধ রাখা হয়। আমাদের সুন্দরবনেও এরকম তিনটি অভয়ারণ্য আছে যথা পূবার্ঞ্চলীয় সুন্দরবন অভয়ারণ্য, পশ্চিমাঞ্চলীয় সুন্দরবন অভয়ারণ্য আর দক্ষিণাঞ্চলীয় সুন্দরবন অভয়ারণ্য। এর মধ্যে পূবার্ঞ্চলীয় অভয়ারণ্যে গাছপালার বৈচিত্র্য একটু বেশি। এখানে বেশি আছে সুন্দরী, গেওয়া, পশুর, কেওড়া, সিংড়া, আমুর, গোলপাতাÑ এসব গাছ আর ঘাসজাতীয় উদ্ভিদ। আবার পশ্চিমাঞ্চলীয় অভয়ারণ্যে বেশি দেখা যায় গেওয়া, গরান আর হোন্তাল গাছ। আর দক্ষিণাঞ্চলীয় অভয়ারণ্যে বেশি দেখা যায় গেওয়া গাছ। অন্যান্য গাছ তেমন দেখা যায় না। এ অঞ্চলটিতে লবণাক্ততা একটু বেশিই তো, তাই। আর এ লবণাক্ততা আবার কম-বেশিও হয়। সব মিলিয়ে গাছেদের জন্য এ অঞ্চলটি তেমন সুবিধের নয়! ভ‚তের রাজা স্টিফান কিং হাট্টি মা টিম টিম ডেস্ক স্টিফান কিং জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর। এই আমেরিকান লেখক হরর সাসপেন্স ফিকশন ও ফ্যান্টাসি গল্পের মহারথী। তার রচিত বই ৩৫০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। তার বিখ্যাত বেশ কটি গল্প নিয়ে নিমির্ত হয়েছে মুভি ও টেলিভিশন ফিল্ম। ২০১১ সাল পযর্ন্ত তিনি ৪৯টি উপন্যাস রচনা করেছেন যার মধ্যে ৭টি ছিল তার ছদ্মনাম রিচাডর্ ব্যাচম্যান দ্বারা। এ ছাড়া তিনি ৫টি নন ফিকশন ও ৯টি গল্প সমগ্রও রচনা করেছেন। তার লেখা বেশির ভাগ গল্পই তার জন্মভ‚মি ম্যাইন এবং কিছু গল্পে কলোরাডো ও ফ্লোরিডার পটভ‚মিকায় লেখা। স্টিফান তার অনবদ্য লেখার জন্য জিতেছেন বেশ কটি পুরস্কার। তার মধ্যে ওয়াল্ডর্ ফ্যান্টাসি অ্যাওয়াডর্, ব্রাম স্ট্রোকার অ্যাওয়াডর্, ব্রিটিশ ফ্যান্টাসি সোসাইটি অ্যাওয়াডর্, ন্যাশনাল বুক অ্যাওয়াডর্ অন্যতম। ২০০৩ সালে তার দ্য ওয়ে স্টেশান গল্পটি নেবুলা অ্যাওয়াডর্ নভেলটিতে নমেনি পেয়েছিল। তিনি ও তার স্ত্রী তাবিথা তিন সন্তানের জনক জননী। দাসত্ব মোচনের বছর হাট্টি মা টিম টিম ডেস্ক আফ্রো আমেরিকানদের কাছে নতুন বছর একটি নতুন তাৎপযের্র দিন। ১৮৬৩ সালের ১ জানুয়ারিতে বোস্টন স্বাধীনতা লাভ করে। তাই ভীষণ মযার্দার সঙ্গে পালিত হয় তাদের নতুন বছর উদযাপন। এদিন তারা ঐতিহ্যবাহী খাবার খায়, যেমন কালো মটর, কচি ভুট্টা, শূকরের রোস্ট, ম্যাকারনি আর চিজ। এ ছাড়া ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বষর্বরণ অনুষ্ঠানে আফ্রিকান আর আমেরিকানরা একত্রিত হয় কাওয়ানজা নামে একটি অনুষ্ঠানে। যা তাদের আফ্রিকান শেকড়কে সমুজ্জ্বল রাখতে সহায়তা করে। আর এটা আফ্রিকা নয় পালিত হয় খোদ আমেরিকায়! আফ্রিকান আর আমেরিকানদের উদ্যোগে ১৯৬০ সাল থেকেই পালিত হয় কাওয়ানজা অনুষ্ঠান।