কিশোর কবিতা

ঋতুর রাণী

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০

মিজান সাজারিয়া
কুয়াশার-ই হিম বাতাসে মন ছুটে যায় নীল আকাশে মাঠে দোলে শিশির ভেজা ধান। ঘাসের-ই জল পায়ের তলে পদ্ম ভাসে ঝিলের জলে শীতের সকাল জুড়ায় সবার প্রাণ। ভোরের হাওয়া যায় যে বয়ে কৃষক ছুটে লাঙ্গল লয়ে রবি এসে ছড়ায় আলোর বাণ। খেজুর গাছে রসের হাঁড়ি ফুলের সভা রংবাহারি বাতাসেতে পিঠে-পুলির ঘ্রাণ। শস্য শ্যামল সবুজ বনে অতিথিদের আগমনে শাল জড়িয়ে মাঝি ধরে গান। খড়কুটোতে আগুন জ্বেলে দিন কেটে যায় হেসে খেলে মহান প্রভুর দয়া অফুরান।।