সাঁঝের আকাশ আর জোনাকি

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

আহমাদ স্বাধীন
আকাশ ভরা কমলা রং, মিষ্টি এমন সন্ধ্যাতে রোজ আমাকে পড়তে বলো, তোমরা গড়া কোন ধাতে যত্ত রকম ব্যস্ততা থাক্‌ রাখো তা সব আজ ফেলে আকাশ পাড়ের পূর্বদিকে একটু তাকাও কাজ ফেলে। মেঘ পাহাড়ের হাজার হাজার শিল্পী থাকেন আকাশে সেখান থেকে সন্ধ্যাবেলা আমার কাছে ডাক আসে সন্ধ্যা হলেই ছবি আঁকার হাঁট বসে রোজ ওখানে ভাবছি আমি ছবি আঁকার রং বেচে কোন দোকানে! ভাবতে ভাবতে দেখতে দেখতে রংগুলো সব বদলে যায় আবার নতুন রং ছড়িয়ে দিচ্ছে কে ওই আকাশটায়? রংয়ের পরে রং মিশে যায় সন্ধ্যা থেকে রাত আসে কাশের বনে নাচছে আলোর ফুলকি তখন বাতাসে। অবাক হয়ে দৌড়ে ছুটি দেখি আলোর ফুলকি না, জোনাক পাখির ঝাঁক ওগুলো ছুটছে হুলুস্থুল কিনা। রাত জোনাকি- আলোর পাখি, তোমরা বলো 'পোকা' না? আমার কথায় ভাবছো বুঝি ছেলেটা খুব বোকা না? বলব আমি পাখিই ওরা যা খুশি তা ভাব'ই না সাঁঝের আকাশ আর জোনাকি ছেড়ে আমি যাব'ই না।