সোনালি ভোর

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

অভিজিত বড়ুয়া বিভু
উঠোন জুড়ে কাছে দূরে রোদ সোনা হাসে, করছে ঠিক ঝিকমিক নরম সবুজ ঘাসে। খোল রে দোর সোনালি ভোর ডাকে আয় রে আয়, শীত ভুলাবে পরশ বুলাবে উদোম সারা গায়। আসবি আয় সময় ধায় রাঙা হাসি ফুটিয়ে, করে হলস্না ফাটিয়া গলস্না গল্প দেয় জুড়িয়ে।