শিউলি-সকাল

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

সাজু কবীর
জলজ বায়ু শিস দিয়ে যায় হেমন্তিকার খেলা, ছাতিম গাছে কিচিরমিচির পাখ-পাখালির মেলা। পাকা ধানের সোনার অঙ্গে হীরে-মোতির মালা, কাঁচা রোদে ঝিলিক মারে দূর করে সব জ্বালা। লাউয়ের ডগায় শিমের মাচায় শিশির ঝরা গান, কৃষক বধূর চোখে-মুখে মধুর সুখের বান। পিঠা-পুলির ধুম পড়ে যায় সারাগায়ে হাসি, শিউলি সকাল গন্ধ বিলায় শান্তি রাশি রাশি।