বইমেলা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

এম আবু বকর সিদ্দিক
বইয়ের বাড়ি বইয়ের কাড়ি বইয়ের ছড়াছড়ি, আয়রে তাপস বই মেলাতে করব গড়াগড়ি। বইয়ের পাশে হেঁটে হেঁটে পায় মাখাব ধুলি, নতুন বইয়ের মলাট ধরে করব কোলাকুলি। বইয়ে আছে গল্প, ছড়া বিজ্ঞান ইতিহাস, বই ক্রয়ে খরচ করলে হয় না সর্বনাশ। নতুন বইয়ের পাতায় পাতায় হাসছে জ্ঞানের ফুল, সে ফুল থেকে মধু নিতে করিস না কেউ ভুল।