বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্মাননা পেল কবি ও ছড়াকার আফসার আশরাফী

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
মৃত্তিকা একাডেমি কর্তৃক আয়োজিত ২৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মৃত্তিকা পদক, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্মাননা-২০২৩ প্রদান ও উপমহাদেশের বিশিষ্ট আইনবিদ প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ২৩ জানুয়ারি গত সোমবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে। মৃত্তিকা একাডেমির চেয়ারম্যান ৯০ দশকে অন্যতম কবি ও নির্মাতা রানা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না, আরো মূল্যবান বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল ইবনে হোসেন প্রমুখ। আলোচনা শেষে দেশের ২৬ গুণী জনের মাঝে বিভিন্ন শাখায় মৃত্তিকা পদক ও বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্মাননা-২০২৩ প্রদান করে, এতে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার দুই কৃতী সন্তান কবি ও ছড়াকার আফসার আশরাফী কে সাহিত্যে 'বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্মাননা' ও হাকীম রফিকুল ইসলামকে সংগঠক হিসেবে 'মৃত্তিকা পদক-২০২৩' তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক, একক অভিনয়, সঙ্গীত, যাদু, কৌতুক, নাচ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন খ্যাতিমান সংগীতশিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান হুমায়রা বশির ও রাজা বশির।