ফাগুন এলে

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুব্রত চৌধুরী
ফাগুন এলে শোকে দোলে পলাশ শিমুল ডাল, \হশোকের ভারে নু্যয়ে পড়ে কৃষ্ণচূড়া লাল। ফাগুন এলে শোকের মাতম ঢাকার আজিমপুর, নগ্ন পায়ে প্রভাত ফেরি ভাষার গানের সুর। ফাগুন এলে গায় যে পাখি মায়ের ভাষায় গান, ভায়ের শোকে মায়ের চোখে লোনা জলের বান। ফাগুন এলে শহীদ ভাইয়ের গর্বে ভরে বুক, মায়ের ভাষায় কথা বলে পাই যে অপার সুখ।