মায়ের ভাষা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শাজাহান কবীর শান্ত
বিদ্ধ বুকে বুলেট আছে কণ্ঠে আছে ধ্বনি ধ্বনিগুলো চাপা আছে হীরের যেন খনি হীরের চেয়ে মূল্য তাহার সারা দেহে বোনা বাংলা আমার মানিক যেন ক্যারেট ক্যারেট সোনা। বুলেট দিয়ে বাংলা আমার রক্ত দিয়ে কেনা হিংস্রতারা কখনো আর ছুঁতে কেউ পারবে না। দেখিয়ে দিলাম আমরা কেমন ভালোবাসি মাকে দেখিয়ে দিলাম বাঙালিরা, ভাষা বলে কাকে।