শিমুলের ভালোবাসা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

শওকত আলী
শিমুল পঞ্চম শ্রেণিতে পড়ে। সে পাখি খুব ভালো ভাসে। সে একদিন তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল, পতিমধ্যে এক পাখিশিকারির সঙ্গে তাদের দেখা হলো। শিকারির কাছে নানারকমের পাখি আছে তা দেখে শিমুল তার বাবাকে একটি পাখি কিনে দিতে বলে। শিমুলের বাবা শিমুলকে একটি পাখি কিনে দেয়। শিমুল পাখিটি পেয়ে অনেক আনন্দিত হয়। শিমুল পাখিটিকে বাড়ি নিয়ে গেল। সে পাখিটিকে খুব ভালোবাসে। তাকে প্রতিদিন খেতে দেয়। পাখিটির জন্য শিমুল একটি খঁাচাও আনলো যাতে পাখিটিকে খঁাচায় সুখে-শান্তিতে থাকতে পারে। শিমুল প্রতিদিন পাখির পরিচযার্ করত। কিছু দিনের মধ্য পাখিটির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। শিমুল পাখিটিকে কথা বলতে শেখাই। পাখিটি কিছু কিছু কথা বলতে পারত। এর ফলে শিমুলের অনেক আনন্দ লাগত। হঠাৎ একদিন শিমুল তার নানুর বাড়ি গেলে তার সঙ্গে পাখিটিকে নিয়ে যায়নি। তাই তাকে বাড়ি রেখে চলে যায় তখন পাখিটিকে কিছু খেতে দিয়ে না যাওয়ায় পাখিটি অনাহারে একেবারে মৃত্যুমুখে পড়ে। এমন সময় শিমুল তার নানুর বাড়ি থেকে আসে। শিমুল পাখির এমন অবস্থা দেখে অনেক কষ্ট পেলেন। শিমুল পাখিটিকে মৃত্যু থেকে বঁাচানোর অনেক চেষ্টা করেও সে পাখিটিকে বঁাচাতে পারেনি। শিমুল পাখিটির মৃত্যুতে অনেক কষ্ট পেল।