শীত তুমি দূরে যাও

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

সঞ্জয় সরকার
শিশিরের ফেঁাটাগুলো টুপটাপ ঝরছে ঝরে ঝরে গাছ থেকে চালটায় পড়ছে। কনকনে ঠাÐায় গা-টা পুরো কঁাপছে মা-মণিটা নয়া চালে ভাপা পিঠা ভাপছে। চারদিক ঢেকে গেছে কুয়াশার চাদরে ওঠে রাগ কেউ যদি ভেজা হাতে গা ধরে। শীত তুমি দূরে যাও ওঠো রোদ মিষ্টি নিয়ে যাও শিশিরের ঝর ঝর বৃষ্টি।