জন্মভ‚মি

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

আব্দুস সালাম
ভোরবিহানে পুবের আকাশ রবির আলোয় রাঙে মিষ্টি মধুর পাখির গানে ঘুমটা সবার ভাঙে। রংধনুর সাত রংটি ছড়ায় শিশির ভেজা ঘাসে রাতের বেলায় জোনাক জ্বলে রূপালী চঁাদ হাসে। সাগর জলে জাহাজ চলে নদীর বুকে নাও বাদাম ক্ষেতে নাচতে থাকে কাঠবেড়ালির ছাও। নীল আকাশটা দেয় যে ছুঁয়ে আমার দেশের ভ‚মি গবর্ করি সোনার এদেশ আমার জন্মভ‚মি।