ফড়িং

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

সব্যসাচী নজরুল
তিড়িং বিড়িং নাচে ফড়িং বসে ফুলে ফুলে ফড়িং ধরতে ব্যস্ত খুকু পড়ার কথা ভুলে। মা ডাকে ওই খুকুমণি আমার সোনা কই রে আয় খাবি চল খাওয়া হলে হাতে নিবি বই রে। মায়ের কথা না শুনে সে একটা ফড়িং ধরে ফড়িং ধরে মন ভালো তাই বইটা খুলে পড়ে । দুধ ভাত যে মায়ের হাতে খাওয়া হলো শেষ খাওয়া শেষে ইশকুলে যায় খুকুমণি বেশ।