পথের শিশু

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

ইসলামুল হক তুষার
আজকে যারা পথের শিশু পায় না তারা ছায়া, শীতের মাঝে কঁাপে শুধু অনাবৃত কায়া। তোমরা যারা উষ্ণ জামা পরে ঘুরো ভবে, দান করে দাও কিছু জামা থাকলে বেশি তবে। কাটে তাদের দিবা রাত্রি পথে ঘাটে থেকে, খায় যে তারা বাসি খাবার আবজর্না ছেঁকে। তোমরা যারা খাচ্ছো ভালো পাচ্ছো বাবার ছায়া, দাও বিলিয়ে টাকা পয়সা করো তাদের মায়া।