মায়ের খোকা

প্রকাশ | ১২ মার্চ ২০২৩, ০০:০০

জাহানারা নাসরিন
মায়ের মুখে শুনছি কত মুক্তিযুদ্ধের গল্প, তা থেকে আজ শুনাতে চাই খুব বেশি না অল্প। একাত্তরের পঁচিশ মার্চের ভয়াল কালো রাতে, নির্বিচারে পাকসেনারা রক্তখেলায় মাতে। ক্ষিপ্ত হলো কুকুরগুলো সঙ্গে কামান ট্যাংক, জ্বালিয়ে দেয় ঘরবাড়ি আর উড়ায় অফিস ব্যাংক। শহীদ হলো শত শত তরতাজা সব প্রাণ, চারিদিকে ভাসছে কেবল রক্তনদের ঘ্রাণ। গুলির চোটে বাবা গেল, গেল নানা-নানি, সব হারিয়ে মায়ের চোখে ঝরত শুধু পানি। আমি তখন মায়ের কোলে ছিলাম ছোট্ট খোকা, আমায় নিয়ে যেদিক যেতো মা খেতো যে ধোঁকা। পথে ঘাটে ঘুরছি কত মায়ের আঁচল ধরে, মা আমাকে বাঁচতে শেখায় নিজে মরে মরে। সব মেনেছে মায়ের কেবল স্বাধীনতা চাই, জীবন বাজি রেখে সে যে যায় করে লড়াই। স্বাধীন দেশে বীরের বেশে থাকবে খোকা সুখে, \হসেই ভাবনায় রাজি ছিলেন বুলেট নিতে বুকে। রক্তে ভেসে অবশেষে মুক্ত হলো দেশ, মায়ের খোকা স্বাধীন দেশে এই তো আছি বেশ।