জন্মভূমি

প্রকাশ | ১২ মার্চ ২০২৩, ০০:০০

নবী হোসেন নবীন
জন্মভূমির মাটি আমার সোনার চেয়ে খাঁটি হ্বাঁটি হাঁটি পা পা করে যেথায় প্রথম হাঁটি। দূর্বাকোমল ঘাস যেন তার শোয়ার শীতল পাটি। সোনার চেয়ে দামি আমার জন্মভূমির মাটি। জন্মভূমির কাছে আমি আছি চিরঋণী শোঁদা মাটির গন্ধ শুঁকে মাগো তোমায় চিনি। ক্লান্ত দেহে শান্তি আনে তোমার নদীর জল নানা স্বাদের ফলে তোমার দেহে জোগায় বল। চরণতলে ঠাঁই দিয়েছ এই অধমে তুমি ধন্য হতে চাই গো আমি তোমার কদম চুমি।