প্রিয় স্বাধীনতা

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

শচীন্দ্র নাথ গাইন
একাত্তরের পঁচিশে মার্চ চালায় ওরা গুলি বুকের পাঁজর ঝাঁঝরা করে ওড়ায় মাথার খুলি। রাতটা তখন অনেক গভীর সবাই ঘুমের ঘোরে আকাশ-বাতাস কাঁপন ধরায় শব্দ ছোটায় জোরে। মায়ের বুকে কান্না জমে বাবা পাথর শোকে বোবা বোনের মুখের ভাষা তাকায় নীরব চোখে। রক্ত গড়ায় স্রোতের ধারায় লালরঙা হয় নদী খুনি শাসক চালিয়ে হুকুম আঁকড়ে রাখে গদি। হঠাৎ ধকল সামলে নিতে একটু সময় লাগে ক্ষোভের আগুন দ্বিগুণ জ্বলে বীরজনতা জাগে। ভয়-ভীতিকে তুচ্ছ করে সামনে সবাই ছোটে আশার আলোর রেখা তখন ফুটতে থাকে ঠোঁটে। অটুট সাহস মনের মাঝে শক্ত করে গাঁথা যুদ্ধ শেষে মুক্ত হলো প্রিয় স্বদেশ মাতা। চলল লড়াই পাকির সাথে ন'মাস পুরো টানা সাগর সমান রক্ত দিয়ে স্বাধীনতা আনা।