গল্প

বিনু কাঠবিড়ালি ও পেয়ারা গাছ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

মজনু মিয়া

স্কুল ছুটির দিন, শুক্রবার বলে মিনু, বিনু, রুমা, সোমা আর আলম সব খেলার সাঙ্গীরা পেয়ারা গাছের ছায়ায় বসে, নানান রকম খেলনা দিয়ে খেলা করছে। চৈত্র মাসে প্রখর রোদে বাইরে যাওয়া যায় না, বাড়ির আঙিনায় পেয়ারা গাছটা ছায়া দেয়। এই ছায়ায় ওরা সবাই খেলছে। ছোট ছোট পেয়ারা আর পেয়ারা ফুল খেলার উপাদান। মাঝে মধ্যে পাতার আড়ালে দু'একটা অসময়ের পাকা পেয়ারা পাওয়া যায় তা কাঠবিড়ালি খায় একটু আধটু খেয়ে নিচে ফেলে। কাজ কর্ম সেরে বা কাজের ফাঁকে বিনুর মা ও বাবা দেখা যায় এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। অনেক সময় পাটি বিছিয়ে শুয়েও থাকে। মৃদুমন্দ বায়ু এসে লাগলে খুব ভালো লাগে বলে প্রাণ খোলে আরাম করে। খেলা শেষে সবাই বাড়ি চলে গেলে বিনু চেয়ে দেখে উঁচু ডালে কাঠবিড়ালি বসে একটা পেয়ারা খাচ্ছে। বিনু বলে, কাঠবিড়ালি ও কাঠবিড়ালি একটু পেয়ারা আমায় দাও। অনেকবার বলল, কিন্তু দেয় না, তাই রাগ করে বাড়ির ভেতর চলে গেল। একটু পরে টুপ করে একটা শব্দ হলো, বিনুর মায়ে বলল, বিনু পেয়ারা পড়লো মনে হয়। বিনু দৌড়ে এসে দেখে আধা খাওয়া পেয়ারা পড়ে আছে, কাঠবিড়ালী বিনুকে দেখে লেজ নাড়তে নাড়তে অন্য গাছে চলে গেল। কয়েক মাস পরে, বিনুর বাবা ঘর দেবে তাই পেয়ারা গাছ কাটতে হবে বলাতে বিনু কান্না করল, বাবাকে বলল আমরা খেলা করি ছায়ায়, তুমি বসে বিশ্রাম কর দাদু শুয়ে থাকে, কাঠবিড়ালি পেয়ারা খায় আমাকেও দেয়। তুমি গাছটা কেটো না বাবা। অনেক মাপজোখ করল কিন্তু হিসাবে মিলে না! তাই গাছটি কেটে ফেলল, বিনু স্কুল থেকে এসে গাছটির জন্য কান্না করল খুব। পরে বিনুর বাবা, বিনুকে বলল,কালকে অন্য জায়গায় তোমার জন্য পাঁচটা পেয়ারা গাছ লাগাবো আর বেশি করে যত্ন করব যাতে করে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। বিনু ছোট মেয়ে বাবা মায়ের কথায় সে সান্ত্বনা পেল। সকাল বেলা বিনু উঠে পেয়ারা গাছটি না দেখে মন খারাপ করে বসে রইল, দেখে কাঠবিড়ালিটা অন্য গাছে এসে ক্যাক ক্যাক প্যাক প্যাক করছে তারপর দেখা গেল, চুপ করে থাকতে একটু পর মাথা খামচিয়ে অন্যত্র চলে গেল। কাজ করতেছে বাবা আর অনেক কাঠ মিস্ত্রি প্রচন্ড রোদে ঘেমে গেছে কাজের ফাঁকে এখন বসার মতো ছায়ায় জায়গা নেই। বিনুকে বলে পাখা নিয়ে আসতে, বিনু পাখা নিয়ে আসে আর বলে পেয়ারা গাছটার তলে কত ছায়া ছিল, মজার বাতাস আসত, খাও এখন বাতাস! বিনু ছোট তার মাথায় বেশ ভালো বুদ্ধি কাজ করল। বিনুর বাবা উপায় না পেয়ে গাছটি কাটলো, আবার আরো পাঁচটি গাছ লাগাবে এটা বলেছে। যাই হোক, গাছ মানুষের বন্ধু পশুপাখির বন্ধু অন্যায় বা অনিয়মভাবে গাছ কাটব না আমরা।