বাঁচাও নদী

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

সফিউলস্নাহ আনসারী
পাড়াগাঁয়ের পাশটা ঘেঁষে লাউতি নদীর বাঁক, কিচিরমিচির কত্তো পাখির ছন্দ উছল ডাক! এই নদীটা উধাও এখন এখন সরু খাল, যায় না দেখা, চিকন রেখা বর্শি, খুইয়া জাল! লোভীর গ্রাসে সর্বনাশে যাচ্ছে মরে নদী, একটু হলেও থাকত বেঁচে খনন হতো যদি! নদী বাঁচাও, বাঁচাও খাল ও বাঁচাও জলের ধারা, খোঁজে খোঁজে বের কর তো নদী খেকো কারা? আমার নদী যৌবনা হোক দখল মুক্তি পাক, বাঁচাও নদী, বাঁচাও এসো যাই দিয়ে যাই ডাক!